প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবেন ফারুকী

0
1


অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামীকাল সোমবার বৈঠকে বসবেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন এই চলচ্চিত্রকার।

আজ রোববার (১৭ নভেম্বর) দিনভর ফেসবুকে ছড়িয়ে পড়েছে গুঞ্জন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বাদ পড়ছেন মোস্তাফা সরয়ার ফারুকী। কিন্তু বিষয়টির সত্যতা নিশ্চিত করতে পারেনি কেউ। এ রকম সময়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম জানালেন হালনাগাদ তথ্য। আজ সন্ধ্যায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি জানালেন, প্রধান উপদেষ্টা ও ফারুকীর বৈঠকের তথ্য।

শফিকুল আলম জানিয়েছেন, আগামীকাল সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন সদ্য দায়িত্ব পাওয়া সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি তার ভূমিকা নিয়েও কথা বলবেন প্রধান উপদেষ্টার সঙ্গে। তিনি এও জানিয়েছেন, আমাদের শিল্প ও সংস্কৃতিকে কীভাবে গতিশীল করা যায় সেই পরিকল্পনা নিয়েও আলোচনা করবেন দুই উপদেষ্টা।

আরএমডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।