মাঠে নাসুম আহমেদের দিকে তেড়ে আসার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম।
৩৭৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা সম্পন্ন মুশফিক নিজের ভেরিফাইড ফেইসবুক পেইজে নাসুমের সাথে ছবি প্রকাশ করেন। সেখানে মাঠে অনাকংখিত ঘটনার জন্য তিনি ভক্ত, সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করেন। এই ঘটনার জন্য তিনি নাসুম ও আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
এদিকে মাঠের মধ্যে দাঁড়িয়ে দুজন কথা বলছেন এমন একটি ছবি প্রকাশ করেছেন নাসুম। সেখানে নাসুম লিখেছেন মুশফিক ভাইয়ের কাছ থেকে জ্ঞ্যান আহরণ।
আরো পড়ুনঃ চাঁদ থেকে ২ কেজি পাথর নিয়ে পৃথিবীর পথে রওনা হয়েছে চীনের মহাকাশযান
Our Facebook Page : Amramoulvibazari – আমরা মৌলভীবাজারি