বাস-ট্রাকের মাঝে রিকশা পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

0
3


রাজধানী পল্টন মোড় এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের মাঝে পড়ে অটোরিকশা আরোহী মোহাম্মদ জাকির হোসেন নামে এক ব্যক্তি (৫৫) নিহত হয়েছেন। তিনি বেসরকারি একটি ব্যাংকে চাকরি করতেন।

রোববার (১৭ নভেম্বর) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় রিকশাচালক গুরুতর আহত হয়েছেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ আরিফ জানান, স্থানীয় লোকের মাধ্যমে জানতে পেরেছি ভোরের দিকে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এর মাঝে পড়ে যায় একটি অটোরিকশা। এতে অটোরিকশা চালক ও আরোহী মোহাম্মদ জাকির হোসেন গুরুতর আহত হন।

তিনি আরও জানান, খবর পেয়ে পল্টন মোড় এলাকা থেকে ওই দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত রিকশা চালক ঢামেকে চিকিৎসাধীন।

তিনি জানান, নিহত জাকির হোসেনের গ্রামের বাড়ি ফেনী জেলার দাগনভূঞা এলাকায়। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

কাজী আল আমিন/এসআইটি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।