করোনার ২য় ঢেউ মোকাবেলায় জনসচেতনতার লক্ষ্যে মৌলভীবাজারের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন আলোর শক্তি সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুরে শহরের কুসুমবাগ চত্বরে বিনামূল্যে মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াছিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, মৌলভীবাজার পৌরসভার ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর শ্যামলী পুরকায়স্থ, মৌলভীবাজার জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ সেলিম হক,
মৌলভীবাজার জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য সৈয়দা জেরিন আক্তার, সীমান্ত পাঠশালার প্রতিষ্ঠাতা-চেয়ারম্যান সাজ্জাদ আহমেদ শাহান, শাহবন্দর যুব সংস্থার সভাপতি শাহ মোহাম্মদ রাজুল আলী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পশ্চিমবাজার কার-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিষ্ট্রেশন নং ১২২৩ -এর অন্তর্ভুক্ত যুগ্ম সাধারণ সম্পাদক খছরু আহমদ, সদস্য জাবেদ আহমদ, মৌলভীবাজার বাজার টার্নিং অটো-টেম্পু,
সিএনজি, মিশুক রেজিষ্ট্রেশন নং ২৩৫৯ -এর অন্তর্ভুক্ত ইউনিট পরিচালনা কমিটির সভাপতি জবরুল ইসলাম, মিনু থিয়েটার মৌলভীবাজারের প্রতিষ্ঠাতা সভাপতি সাইফুল ইসলাম সোহেল, হিউম্যান ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন জুমান, ঊষার আলো সমাজকল্যাণ সংগঠনের সহসভাপতি নাঈম আহমেদ তালুকদার, সাধারণ সম্পাদক এস এন সাকিব, বন্ধন যুব সংঘের সভাপতি সৈয়দ নাহিদ।
সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন আলোর শক্তি সমাজকল্যাণ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হৃদয় খাঁন হুমায়ুন, সহসভাপতি শাহরিয়ার খাঁন সাকিব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন শুভ, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক তাসকীন আহমেদ মিলাদ, তথ্য-প্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ শাহ নেওয়াজ ঈশান, মামুন আহমেদ, মামুন মিয়া প্রমুখ।