মনিহার থেকে মাল্টিপ্লেক্স, শাকিবের ‘দরদ’ চলছে যেসব প্রেক্ষাগৃহে

0
0


দেশের ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ যশোরের মনিহার থেকে শুরু করে বর্তমান সময়ের জনপ্রিয় মাল্টিপ্লেক্সগুলোতে আজ (১৫ নভেম্বর) মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত ছবি ‘দরদ’। সিনেমাটির মুক্তি ঘিরে রাজধানীর মধুমিতাসহ দেশের হলগুলোতে অনেকটা ঈদের আমেজ বিরাজ করছে। দেখা যায়, মধুমিতা সিনেমা হলে শাকিবভক্তরা ঘোড়ার গাড়িতে ব্যানার লাগিয়ে ব্যান্ড বাজিয়ে উদযাপন করছে ‘দরদ’র মুক্তি।

আজ সকাল থেকে প্রতিটি হলে ভিড়- এ চিত্র দেখা যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। হই-হুল্লোড়ে মেতে উঠছেন শাকিব ভক্তরা। দেশের সিঙ্গেল স্ক্রিনের পাশাপাশি মাল্টিপ্লেক্সেরও মুক্তির আগে হাইপ তৈরি করেছেন ‘দরদ’। ২২ টি শো নিয়ে অগ্রিম টিকেট বিক্রি শুরু হলেও একদিন পর ২৬টি শো চালানোর ঘোষণা দিয়েছে সিনেমা হল কর্তৃপক্ষ। তারা জানায়, অগ্রিম টিকেটে দর্শক চাপে শো বাড়ানো হয়েছে।

দেশের ৮৩টি প্রেক্ষাগৃহ ও মাল্টিপ্লেক্সে ‘দরদ’ মুক্তি পেয়েছে। এগুলোর মধ্যে রয়েছে, স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), স্টার সিনেপ্লেক্স (সীমান্ত সম্ভার), স্টার সিনেপ্লেক্স (এস.কে. এস টাওয়ার), স্টার সিনেপ্লেক্স (সনি স্কয়ার), স্টার সিনেপ্লেক্স ( মিলিটারি মিউজিয়াম), স্টার সিনেপ্লেক্স (বালি আর্কেড, চট্টগ্রাম), ব্লক বাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), জয় সিনেমাস (লায়ন কমপ্লেক্স, জিঞ্জিরা), গ্র্যান্ড রিভার ভিউ (রাজশাহী), সিলভার স্ক্রীন (চট্টগ্রাম), গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটার (সিলেট), মধুবন সিনেপ্লেক্স (বগুড়া), মনিহার (সিনেপ্লেক্স, যশোর), মধুমিতা সিনেমা (ঢাকা), শ্যামলী সিনেপ্লেক্স (ঢাকা), আনন্দ সিনেমা (ঢাকা), বিজিবি সিনেমা (ঢাকা), ম্যাজিক মুভি থিয়েটার (দিয়াবাড়ি) প্রভৃতি।

‘দরদ’ ছবির নির্মাতা অনন্য মামুন বলছেন, শাকিব খানের ছবি বলেই ঈদ ছাড়া এতগুলো হল পাওয়া সম্ভব হয়েছে। বাংলাদেশের পাশাপাশি আমেরিকাসহ অন্যান্য ২০ দেশে ‘দরদ’ মুক্তি পেয়েছে।

রোমান্টিক থ্রিলার ধাঁচের সিনেমা ‘দরদ’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। সম্প্রতি এর গান ও ট্রেলার প্রকাশিত হয়েছে। যা অনলাইনে সিনেপ্রেমীদের কাছে প্রশংসিত হয়েছে।

মনিহার থেকে মাল্টিপ্লেক্স, শাকিবের ‘দরদ’ চলছে যেসব প্রেক্ষাগৃহে

শাকিব-সোনাল ছাড়াও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব প্রমুখ।

এমআই/এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।