মহাকাশে আরো লক্ষাধিক ছায়াপথের সন্ধান

0
5

মহাকাশ বিজ্ঞানীরা আরো বহুবছর আগেই জানিয়েছিলেন যে , পৃথিবী যে সৌরমন্ডলে অবস্থান করছে , সেটি ছাড়াও আরো অনেক গ্যালাক্সি রয়েছে । এবার সেইসব তারকার একটি মানচিত্র এঁকেছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা । সূর্যের মতো নক্ষত্রের সৌরমন্ডল ছাড়াও আলো লক্ষাধিক যে ছায়াপথ মহাকাশে রয়েছে , সেগুলোর অবস্থান সম্পর্কে একটি প্রাথমিক মানচিত্র তৈরি করেছে ন্যাশনাল সায়েন্স এজেন্সি সিএসআইআরও ।

এখন পর্যন্ত পাওয়া ছবিগুলোর বিশদ বিশ্লেষণের পর তারা প্রায় ৩০ লাখ গ্যালাক্সির একটি ম্যাপ তৈরি করেছেন । যা আগের হিসেবের চাইতে দুই গুণ বেশি । জ্যোতির্বিজ্ঞানীরা আশা করছেন , এই চিত্রগুলি বিশ্বজগত সম্পর্কে নতুন আবিষ্কারের দিকে পরিচালিত করবে ।

নতুন এ মানচিত্রটি তৈরি করতে তাদের মাত্র তিনশ ঘন্টা সময় লেগেছে । যেখানে আগে পুরো মহাকাশের চিত্র সমীক্ষা করতে বছর খানেকে বেশি সময় লেগে গিয়েছিলো । এ বিষয়ে সিএসআইআরও এর গবেষক ড . ডেভিড ম্যাককোনেল বলেছেন , তাদের তৈরি এসব তথ্য ও উপাত্ত সারাবিশ্বের গবেষক ও বিজ্ঞানীদের কাছে উন্মুক্ত করে দেয়া হবে ।

আর এতে করে সার্বজনীনভাবে মহাকাশ গবেষণা আরো এগিয়ে যাবে ।