ইসরায়েলকে আকাশপথ খুলে দিল সৌদি সরকার || Saudi Arabia,Israeli Flights

0
6

ক্রমেই ইসরায়েলের বড় মিত্রে পরিণত হচ্ছে সৌদি আরব । দেশটির জন্য এবার জন্য আকাশপথ উন্মুক্ত করে দিল সৌদি সরকার ।এক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ফ্লাইট চলাচলের সুবিধার্থে ইসরায়েলকে আকাশপথ খুলে দেয়ার যুক্তি তুলে ধরেছে রিয়াদ ।সম্প্রতি গোপনে সৌদি আরব সফর করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ।

তারওপর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ উপদেষ্টা ও তার জামাতা জেরার্ড কুশনারও মধ্যপ্রাচ্য সফরের পরিকল্পনা করেছেন ।

আর এর মধ্যেই ইসরায়েলের পক্ষে এমন বড় সিদ্ধান্ত নিল সৌদি আরব ।এদিকে , শিগগিরই ইসরাইলকে পাকিস্তান ও সৌদিআরব স্বীকৃতি দিচ্ছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে ।এই ইস্যুতে সৌদিআরবএখনো মুখ খুললেও এখনি ইসরাইলকে স্বীকৃতি দিতে অনীহা প্রকাশ করেছে পাকিস্তান ।

যুক্তরাষ্ট্র সৌদি আরব এবং তাদের মিত্র দেশগুলোর চাপেও পাকিস্তান এ সিদ্ধান্ত থেকে পিছু হটবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান ।

বলেন , ফিলিস্তিনের জনগণের ইচ্ছার প্রতিফলন এবং জাতিসংঘের প্রস্তাবের ন্যায়সঙ্গত প্রস্তাবের প্রতিফলন না হওয়া পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দিবে না ইসলামাবাদ ।