চট্টগ্রামের সীতাকুণ্ডে মো. নূর নবী প্রকাশ বাবলু (৩২) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা এবং শহিদুল ইসলাম বাবুল (৫০) নামে এক গরু ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ নভেম্বর) বিকেলে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার বাবলু সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারী বিএম রোড হাজী বাদশা মিয়ার বাড়ির মাহবুবুল আলমের ছেলে। বাবলু নিষিদ্ধ ঘোষিত ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। অন্যদিকে শহিদুল ইসলাম বাবুলের বাড়ি সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের পূর্ব মুরাদপুর সাতঘরিয়া পাড়ায়।
সীতাকুণ্ড মডেল থানার উপ-পরিদর্শক রাজীব চন্দ্র পোদ্দার জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা বাবলুর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
অন্যদিকে বাবুল সম্প্রতি সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ইকো পার্কের সংলগ্ন এলাকায় লুটপাট ও হত্যার উদ্দেশ্যের ঘটনার মামলার আসামি। তাকে সোমবার বিকেলে ফকিরহাট গরু বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে মঙ্গলবার (১২ নভেম্বর) আদালতে হাজির করা হবে বলে জানান রাজীব চন্দ্র।
এমডিআইএইচ/ইএ/জিকেএস