নরসিংদীর রায়পুরায় আলোচিত স্কুল ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি উপজেলা ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ । শুক্রবার দুপুরে ব্রাহ্মনবাড়িয়ার আশুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় ।
পুলিশ জানায় , ২২ অক্টোবর দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে ডেকে নেয় । এরপর ধর্ষণের অভিযোগ করা হয় ছাত্রলীগ নেতা শাকিলের বিরুদ্ধে ।
২৩ অক্টোবর ওই স্কুলছাত্রী বাদী হয়ে শাকিলকে প্রধান আসামী করে রায়পুরা থানায় একটি মামলা দায়ের করেন । ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত এ ছাত্রলীগ নেতা ।