খুলনায় অবাধে বিভিন্ন সড়কে চলাচল করছে অবৈধ ইজিবাইক , ব্যাটারিচালিত রিকশা , ভটভটি । এতে শহরে সৃষ্টি হচ্ছে যানজট , ঘটছে দুর্ঘটনা । তবে সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ এসব যানবাহন চলাচল বন্ধে মাঠে নেমেছে প্রশাসন ।
এরই মধ্যে নিবন্ধনহীন শতাধিক ইজিবাইক আটক করেছে সিটি করপোরেশন ।দুর্ঘটনা রোধে ২০১৯ সালের অক্টোবরে খুলনা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করে দেয় কেসিসি । তবে করোনাকালীন শিথিলতায় সড়কে বিপজ্জনক এ যানবাহনের চলাচল আবারও বেড়েছে ।
একই সাথে ভটভটি , নসিমন – করিমন সড়কে অবাধে চলাচল করছে । এতে শহরে যানজটের পাশাপাশি ঘটছে দুর্ঘটনাও ।নগরীতে প্রায় আট হাজার ইজিবাইকের লাইসেন্স দেওয়া হয় । অনুমোদিত ইজিবাইক চিহ্নিত করতে সিটি মেয়রের সাক্ষর করা ষ্টিকারও দেওয়া হয় । তবে ওই স্টিকার জাল । করেই চলছে একাধিক ইজিবাইক । এদিকে নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতারা বলছেন , তদারকি না থাকায় অতিরিক্ত গতির এই সব যানবাহনে দুর্ঘটনাও বেড়ে চলেছে ।
তবে এসব অবৈধ ইজিবাইক , ব্যাটারিচালিত রিকশা , ভটভটি চলাচল বন্ধে এরই মধ্যে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানালেন সংশ্লিষ্টরা ।
ফারুক হোসেন তালুকদার , কেসিসি’র সিনিয়র লাইসেন্স কর্মকর্তাআলী আকবার টিপু প্যানেল মেয়র , কেসিসি খুলনা বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য মতে , চলতি বছর খুলনা বিভাগে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৯৮৫ টি ।