পরিবহন খাতে নৈরাজ্য বন্দরনগর চট্টগ্রামে , অবাধে চলে অবৈধ যানবাহন

0
6

চট্টগ্রামে পরিবহন খাতে চরম নৈরাজ্য চলছে । সড়কে অবাধে চলাচল করছে ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন । যত্রতত্র যানবাহন পার্কিংও করা হচ্ছে । ফলে নগরজুড়ে চলছে চরম বিশৃঙ্খলা । এসব অব্যবস্থার শিকার যাত্রীরা । অভিযোগ রয়েছে পুলিশকে বড় অংকের মাসোহারা দিয়েই চলছে এসব অবৈধ যানবাহন ।

অবশ্য ট্রাফিক পুলিশ ও বিআরটিএ বলছে , অবৈধ যানবাহন চলাচল বন্ধে অভিযান অব্যাহত রয়েছে । চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী যানবাহনের বিরাট একটা অংশ ফিটনেসবিহীন । লক্কড় – ঝক্কড় বাস – মিনিবাসে যাত্রী পরিবহন করা হচ্ছে যুগ যুগ ধরে । বিআরটিএর তথ্য মতে , বন্দর নগরীতে চলাচল করছে দু হাজারের বেশি ফিটনেসবিহীন যানবাহন ।

চালকদের অভিযোগ , ট্রাফিক পুলিশের নয় ছয়ের কারনে দিন দিন অবৈধ গাড়ির সংখ্যা বেড়েই চলেছে । পুলিশকে বড় অংকের মাসোহারা দিয়েই চলছে এসব অবৈধ যানবাহন । বেলায়েত হোসেন বেলাল , সভাপতি , চট্টগ্রাম মেট্রো পরিবহন মালিক গ্রুপ । অবশ্য ট্রাফিক পুলিশ ও বিআরটিএ বলছে , অবৈধ যানবাহন চলাচল বন্ধে নগরীতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে ।

মোহাম্মদ কুদুস আলী , সার্জন , ট্রাফিক পুলিশ । মোহাম্মদ শাহ আলম , সহকারী পরিচালক , বিআরটি চট্টগ্রাম । বিআরটিএ তথ্য মতে , সারা দেশে ৪ লাখ ৭৯ হাজার ৩২০ টি ফিটনেসবিহীন যানবাহন রয়েছে ।