ম্যুভিয়ানার নতুন কমিটির সভাপতি মামুন, সম্পাদক অদ্রি

0
2


চলচ্চিত্র সংসদ ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি হয়েছেন ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটির প্রতিষ্ঠাতা চলচ্চিত্র নির্মাতা ও লেখক বেলায়াত হোসেন মামুন ও সাধারণ সম্পাদক হয়েছেন চলচ্চিত্র নির্মাতা অদ্রি হৃদয়েশ।

গতকাল (১০ নভেম্বর) রোববার সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ৮০২ নম্বর হলরুমে ছিল ম্যুভিয়ানার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ও সভা। এতে চলচ্চিত্র সংসদটির ২০২৪-২০২৭ কার্যবছরের জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন নির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি স্থপতি রাজন দাশ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমেদ রনি, অর্থ সম্পাদক সৈয়দ আরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক তারেক আহমেদ ও দপ্তর সম্পাদক জিকরুল ফাহিম। কমিটির নির্বাহী সদস্যরা হলেন হাফিজুল ইসলাম আপন, মাহবুবুল ইসলাম, কামরুল হাসান কাইউম ও জব্বার ফারুকী।

সভায় বিগত দিনের কর্মসূচির ওপর বিশদ আলোচনা, অর্থনৈতিক প্রতিবেদন পেশ ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশের অন্যতম সক্রিয় চলচ্চিত্র সংসদ ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এই চলচ্চিত্র সংসদটি বাংলাদেশে চলচ্চিত্র সংস্কৃতির বিকাশ এবং দেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের গতিধারাকে বেগবান করায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।

আরএমডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।