আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা মারা গেছেন। ৬০ বছর বয়সে হার্ট অ্যাটাকে পৃথিবী থেকে বিদায় নিলেন বিশ্ব ফুটবলের সর্বকালের সেরা এই কিংবদন্তি।
সম্প্রতি বেশ কিছু রোগে ভুগছিলেন বিশ্বকাপজয়ী এই তারকা। গত মাসেও তার ব্রেনে সার্জারি হয়েছিল। সেবার মৃত্যুর হাত থেকে বেচে ফিরেন তিনি। তবে এবার মৃত্যুকে বরণ করে নিতে হলো এই মহাতারকাকে।
বিশ্বের সেরা ক্লাবগুলোতে খেলেছেন ম্যারাডোনা। নিজের সেরাটা দিয়ে ক্লাবগুলোকে মাতিয়েছেন। ১৯৮৬ সালে একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে এনে দিয়েছেন বিশ্বকাপ। এর জন্য চিরকাল স্মরণীয় হয়ে থাকবেন এই কিংবদন্তি।