আগামী চার বছরের মধ্যে ভূগর্ভস্থ করা হবে ঢাকা শহররের বৈদ্যুতিক তার

0
6

বিদ্যুৎ , জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন , ঢাকা শহররের বৈদ্যুতিক তার আগামী চার বছরের মধ্যে ভূগর্ভস্থ করা হবে । বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন , স্মার্ট গ্রীড , স্মার্ট মিটারসহ আধুনিক প্রযুক্তি বিদ্যুৎ ও জ্বালানি ব্যবস্থাপনায় সংযুক্ত করা হবে ।

সোমবার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপি ক্যাম্পাসে ৫ কিলোওয়াট ভার্টিক্যাল উইন্ড টারবাইন স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন । জ্বালানী নির্ভরতা কমিয়ে সহনশীল কাঠামোর মাধ্যমে বায়ুশক্তিকে ব্যবহার করে নবায়নযোগ্য বিদ্যুৎ সরবরাহ করার জন্য এ ধরণের প্রকল্প নেয়া হয়েছে ।

আরো বক্তব্য রাখেন বিইউপির ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান ।