ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া কমানোর দাবিতে মশাল মিছিল

0
1


ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে চলাচলকারী বাসের ভাড়া ৫৫ টাকা থেকে কমিয়ে ৪৫, শিক্ষার্থীদের হাফ ভাড়া এবং এসি বাসসহ সব রুটে যৌক্তিক ভাড়ার দাবীতে মশাল মিছিল হয়েছে।

শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম এ মশাল করে।

মশাল মিছিলটি শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে দুই নম্বর রেলগেট হয়ে কালিরবাজার গিয়ে শেষ হয়।

সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, নারায়ণগঞ্জ-ঢাকা (লিংক রোড) রুটে বাস ভাড়া ৪৫ টাকা করতে হবে। নারায়ণগঞ্জ থেকে পাগলা-পোস্তগোলা হয়ে ঢাকা, চিটাগাং রোড, সোনারগাঁ পঞ্চমীঘাট, পানাম, তাজমহল রুটের ভাড়া যৌক্তিক পর্যায়ে কমিয়ে আনতে হবে। ছাত্রদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করতে হবে। নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বিআরটিসি এসি বাসের ভাড়া ৬০ টাকা এবং এ রুটের বেসরকারি সব এসি বাসের ভাড়া ৬৫ টাকা করতে হবে।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জে পরিবহন নিয়ে অরাজকতা দীর্ঘ দিনের। আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন সেক্টরের মতো পরিবহন খাতটি ছিলো ওসমান পরিবারের চাঁদাবাজির অন্যতম উৎস। পরিবহনের মাফিয়া সিন্ডিকেট বছরের পর বছর সাধারণ যাত্রীদেরকে জিম্মি করে রেখেছে।
এসময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আওলাদ হোসেন, জেলা গণসংহতির সমন্বয়ক তরিকুল সুজন, সুশাসনের জন্য নাগরিক-সুজন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি ধীমান সাহা জুয়েল ও কমিউনিস্ট পার্টি জেলা সভাপতি হাফিজুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মোবাশ্বির শ্রাবণ/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।