মালয়েশিয়ায় বাংলাদেশী অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার সুযোগ!

0
5
Malaysia

দীর্ঘ আড়াই বছর প্রতিক্ষার পর মান্যেশিয়ায় আবারো শুরু হয়েছে অবৈধ অভিবসীদের বৈধকরণের আনুষ্ঠানিক কার্যক্রম।

সোমবার থেকে শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত। একই সাথে মালয়েশিয়ায় বসবাসরত অবোইধ অভিবাসীরা চাইলে শর্ত সাপেক্ষে নিজ দেশ ফিরে যেতে পারবে।

অনলাইনে আবেদনের মাধ্যমে এই কার্যক্রম শুরু হলেও প্রবাসী বাংলাদেশীরা অনেকেই হতাশায় রয়েছেন এই সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশংকায়। অনেকেই দালালদের চক্করে পড়ার ভয়ে আছেন।

আরো পড়ুনঃ মাত্র ১৫০০ টাকার জন্য ভাড়াটিয়াকে পিঠিয়ে হত্যা

এদিকে বৈধকরণের ঘোষণার পরপরই তাজধানী কুয়ালালামপুর সহ পুরো মালয়েশিয়ায় এক শ্রেণির দালাল প্রতারণার ফাঁদ পেতেছে। তাদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কমিউনিটির নেতারা।

বর্তমানে যেসব অবোইধ প্রবাসী পারমিট না থাকার কারণে বিভিন্ন সময়ে চলা অভিবাসন বিভাগের ধরপাকড় অভিযানে আটকা পড়ে জেলে বন্দি রয়েছেন শুধুমাত্র তাদেরকে নিয়োগকর্তারা চাইলে অভিবাসন আইনে নিয়ম মেনে বোইধতা গ্রহণ করতে পারবে।


আরো পড়ুনঃ

Our Official Facebook Page: Amra Moulvibazari – আমরা মৌলভীবাজারি