ফসলরক্ষা বাঁধের কাজে অনিয়ম হলে আইনি পদক্ষেপ

0
3


সুনামগঞ্জের হাওরে ফসলরক্ষা বাঁধের পিআইসি বণ্টনের ক্ষেত্রে সরকারি নীতিমালা যথাযথভাবে অনুসরণের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকালে সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াসের কাছে পাঠানো আবেদনে তিনি এ দাবি জানান।

আবেদনে তিনি কঠোর হুঁশিয়ার দিয়ে বলেন- বাঁধের কাজে বিগত সময়ের মতো অনিয়ম হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সুনামগঞ্জের দুর্গম উপজেলা শাল্লার আটগাঁও ইউনিয়নের দৌলতপুরের গ্রামের বাসিন্দা ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির তার আবেদনে আরও উল্লেখ করেন, গেল কয়েক বছরে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যায়, হাওররক্ষা বাঁধে অনিয়ম, দুর্নীতির সঙ্গে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা থেকে শুরু করে স্থানীয় প্রভাবশালীরা জড়িত।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও রাজনীতিবিদ মোহাম্মদ শিশির মনির জাগো নিউজকে বলেন, আবেদনের অনুলিপি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, সুনামগঞ্জ পাউবো’র দুই নির্বাহী প্রকৌশলীসহ দিরাই ও শাল্লা উপজেলার কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটির কাছে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, এখনও পর্যন্ত আইনজীবীর করা ওই আবেদনটি হাতে পায়নি। তবে প্রকৃত কৃষক ও নীতিমালা অনুযায়ী ফসল রক্ষা বাঁধের কাজ করা হবে।

লিপসন আহমেদ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।