বাংলাদেশের সংখ্যালঘুদের বিষয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও বর্তমান প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী ডোনাল্ড ট্রাম্পকে ভুল তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলম।
তিনি বলেন, উনি (ডোনাল্ট ট্রাম্প) যখন টুইট করেছিলেন তখন তিনি প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেট (প্রেসিডেন্ট প্রার্থী) ছিলেন। আমরা মনে করি উনাকে মিস ইনফর্ম (ভুল তথ্য) করা হয়েছে। এখন যেহেতু ইউএসের (মার্কিন যুক্তরাষ্ট্র) প্রেসিডেন্ট হবেন উনি, এখন দেখবেন আসলে ঘটনাটি কী হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (পূর্বের টুইটার) টুইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
এমওএস/বিএ/জিকেএস