রায়হান হত্যার প্রধান আসামি এসআই আকবর গ্রেফতার

0
4
এস আই আকবর

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে পুলিশের নির্যাতনে নিহত রায়হান হত্যা মামলার প্রধান আসামী এস আই আকবরকে কানাইঘাট সীমান্ত থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে নিয়ে বিকেল ৫ টায় পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে।

কানাইঘাট সীমান্তের ওপারে ডোনা সীমান্তে খাসিয়ারা তাকে আটক করেছে। আটকের পর এস আই আকবরকে বাংলাদেশ সীমান্তে হস্তান্তর করা হয়। তাকে অতি দ্রুত সিলেটে নিয়ে আসা হবে।

গত ১০ অক্টোবর গভীর রাতে চাঁদা না দেয়ায় রায়হানকে নির্যাতন করে এস আই আকবর ও তার সহযোগীরা। তাদের নির্ম নির্যাতনে মৃত্যু হয় রায়হানের। রায়হানের মৃত্যুকে গনপিঠুনিতে নিহত হওয়ার কথা বলে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্ঠা করে পুলিশ। ঘটনাটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সিলেট সহ সারা দেশের মানুষ তাদেরকে গ্রেফতার ও অতি দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। পরিবারের অভিযোগ ও মামলার পরিপ্রেক্ষিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের তদন্ত দল বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হানের মৃত্যুর সত্যতা পেয়ে জড়িত থাকায় ইনচার্জ আকবরসহ চার পুলিশকে বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করেন।

রায়হান হত্যার প্রধান আসামী এস আই আকবরকে গ্রেফতারের জন্য সিলেট সহ সারা দেশে আন্দোলন ও পুলিশের নির্যাতনে হত্যার বিচারের দাবি করা হয়। এই হত্যাকান্ডের অন্যান্য আসামীরা ধরা পড়লেও এতদিন পালিয়ে বেড়াচ্ছিল এসআই আকবর। আজ কানাইঘাট সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হলো।