রাজধানীর কাচাবাজারগুলােয় আলুর সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দাম কমেছে । বিক্রি হচ্ছে সরকারের বেধে দেয়া দামেই । সব ধরনের চালও কেজি প্রতি কমেছে এক থেকে দুই টাকা ।
মাছ ও মাংসের বাজার অপরিবর্তিত । তবে শাক – সবজির দাম এখনাে চড়া ।
রাজধানীর বাজারগুলােতে উঠতে শুরু করেছে শীতের সবজি । তবে , দাম কিছুটা অস্বাভাবিক হওয়ায় তা মধ্য বিত্তের ক্রয় ক্ষমতার বাইরে বলছেন ক্রেতারা । নতুন মৌসুমের সবজি হওয়ায় দাম কিছুটা বেশী জানালেন বিক্রেতারা ।
গত সপ্তাহের তুলনায় আলুর দামও এখন অনেকটাই নিয়ন্ত্রণে । কেজি প্রতি দাম কমেছে সব ধরনের চালের । মাছ ও মাংস বিক্রি হচ্ছে পূর্বের দামেই ।