ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।
সোমবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের পানির পাম্পের পাশ থেকে ওই নবজাতককে উদ্ধার করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, জরুরি বিভাগের সামনে পানির পাম্পের পাশে এক নবজাতককে দেখতে পাওয়ার খবর পাওয়া যায়। কে বা কারা নবজাতকটিকে ওই স্থানে ফেলে রেখে গেছে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
তিনি জানান, নবজাতক উদ্ধারের বিষয়টি শাহবাগ থানাকে জানানো হয়েছে। বিষয়টি শাহবাগ পুলিশ দেখবে।
কাজী আল-আমিন/এমকেআর/এমএস