গাজীপুরে পৃথক অভিযান চালিয়ে ১২৪ জনকে আটক করেছে যৌথবাহিনী। এসময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা উদ্ধার করা হয়। রোববার (৩ নভেম্বর) দিনগত রাতে টঙ্গীর একটি হোটেল ও কেরাণিটেক এলাকা থেকে তাদের আটক করা হয়।
রাতে টঙ্গীর কেরাণিটেক বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা ও মাদক কারবারের সঙ্গে জড়িত ৪০ জনকে আটক করা হয়েছে। বস্তির কয়েকটি ঘর থেকে গাঁজা, ফেনসিডিল, ইয়াবা, দেশীয় অস্ত্র, নগদ ২২ লাখ ৮১ হাজার ৩০০ টাকাসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে যৌথবাহিনী।
সেনাবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। সেনাবাহিনী ছাড়াও র্যাব ও পুলিশের সমন্বয়ে অভিযান হয়েছে। যেখানে প্রায় ৫৫০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অংশ নিয়েছে। আটকদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
পরে টঙ্গীতে অবস্থিত জাভান হোটেলে যৌথবাহিনী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ প্রায় ৮৪ জনকে আটক করে।
এরমধ্যে এক হাজার ১৫৩ লিটার বিয়ার ও ৪৫৯ লিটার মদ জব্দ করে। এ সময় পালাতে গিয়ে মিল্টন (৫০) নামে জাভান হোটেলের একজন কর্মচারী ৫ তালার ছাদ থেকে লাফ দিয়ে নিহত হন।
এদিকে ভোররাতে টঙ্গীর জাভান হোটেলে অভিযান করেন যৌথবাহিনী। অভিযানে নারী ও পুরুষসহ ৮৪ জনকে আটক করেন। এসময় উদ্ধার করে বিদেশি মদসহ নগদ অর্থ। সোমবার দুপুর ১টার দিকে অভিযান শেষ করে জাভান হোটেলটি সিলগালা করেন যৌথবাহিনী। আটকদের টঙ্গী পূর্ব থানায় হস্তান্তর করা হয়।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার আহমেদ বলেন, যৌথবাহিনীর জাভান হোটেলে অভিযানের সময় ভয়ে পালাতে গিয়ে পাঁচ তালা থেকে লাফ দিয়ে একজন নিহত হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টঙ্গী শহীদ আহসান উল্লাহ জেনারেল মাস্টার হাসপাতালে পাঠানো হয়েছে।
মো. আমিনুল ইসলাম/আরএইচ/জিকেএস