চার নেতা হত্যায় জড়িত খুনিদের মুখোশ খুব শীঘ্রই উন্মোচন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
6

জাতীয় চার নেতা হত্যায় জড়িত বাকি খুনীদের দেশে ফিরিয়ে আনার কাজ চলছে বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

সকালে রাজধানীর নাজিমউদ্দীন রোডে পুরাতন কারাগারে জাতীয় চার নেতার ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন শেষে এই কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শুধু বিপথগামী সেনা সদস্যই নয় এর পেছনে আরো বড় একটি ষড়যন্ত্র ছিল।

যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের মুখোশ উন্মোচন করা হবে বলেও হুশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই হত্যাকাণ্ডের ঘটনায় কারা কর্তৃপক্ষের ভুমিকা নিয়ে কমিশন গঠন করে পুর্ণাংঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন চার নেতার পরিবারের সদস্যরা।