৬ দিন ধরে আলু শূন্য চট্টগ্রাম রিয়াজ উদ্দীন বাজার , সরকারি দাম নির্ধারণে পর আলু বিক্রি বন্ধ

0
7

চট্টগ্রামে আলু নিয়ে গ্রুপিং যেন থামছেনা । টানা ৬ দিন ধরে আলু শূন্য চট্টগ্রাম রিয়াজ উদ্দীন বাজারের মােকামগুলাে । সরকারি দাম নির্ধারণে পর ব্যবসায়ীরা বন্ধ রাখে আলু বেচা – বিক্রি । ব্যবসায়ীরা বলছেন , মুন্সীগঞ্জে আলুর বাজার নিয়ন্ত্রণ করা না হলে চট্টগ্রামে আলুর বাজারের স্থবিরতা কাটবে না ।

টানা এক সপ্তাহ ধরে আলু শূন্য চট্টগ্রাম রিয়াজ উদ্দীন বাজারের মােকামগুলাে । সরবরাহসহ বন্ধ রয়েছে বেচা বিক্রি । তাই রিয়াজ উদ্দিন বাজারের বেশিভাগ আলুর মােকামে ঝুলছে তালা । চট্টগ্রাম জেলা প্রশাসনের বেধে দেও ৩০ টাকা দামে আলু বিক্রি করতে নারাজ রিয়াজ উদ্দীন বাজারের ব্যবসায়ীরা ।

তাই গত ২৭ অক্টোবর চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালত অভিযানের পর বন্ধ করা হয় আলু বেচা বিক্রি । মুন্সীগঞ্জে আলুর বাজার নিয়ন্ত্রণ করা না হলে চট্টগ্রামে আলু ব্যবসা সম্ভবনা বলছেন এ আড়দদার । মাে . আবু তৈরব , আড়দার , রিয়াজ উদ্দীন বাজার , চট্টগ্রাম ।

হঠাৎ করে কেন চট্টগ্রামের রিয়াজ উদ্দিন বাজারে আলু বেচা বিক্রি বন্ধ রাখা হয়েছে তার কোন সঠিক উত্তর দিতে পারেনি রিয়াজ উদ্দিন বাজারের এই সাধারণ সম্পাদক । দোষ চাপালেন সরকার আর আলুর চড়া দামের উপর । মাে . ফারুক শিবলী , সাধারণ সম্পাদক , ব্যবসায়ী কল্যাণ সমিতি , রিয়াজ উদ্দিন বাজার , চট্টগ্রাম ।

তবে চট্টগ্রামের পাহাড় তলী , চাকতায় , কামাল বাজার ও বহদ্দার হাটে স্বাভাবি আছে আলু বেচা বিক্রি ।