আবার বড় পর্দায় ফিরছে গডজিলা! গত বছরের অস্কার বিজয়ী জাপানি সিনেমা ‘গডজিলা মাইনাস ওয়ান’ বিশ্বজুড়ে সাফল্যের ঝড় তুলেছিল। সেটি পরিচালনা করেছিলেন টাকাশি ইয়ামাজাকি। নতুন গডজিলাকেও তিনিই হাজির করবেন দর্শকের সামনে।
জাপানের বিনোদন কোম্পানি টোহো। তারাই ‘গডজিলা মাইনাস ওয়ান’ ডিস্ট্রিবিউটের দায়িত্বে ছিল। তাদের পক্ষ থেকেই এলো গডজিলাকে নিয়ে নতুন পর্ব নির্মাণের খবর।
জানা গেছে, টাকাশি ইয়ামাজাকি নতুন সিনেমাটি পরিচালনা করবেন। তিনি বিশেষ ভিজ্যুয়াল ইফেক্টসের দায়িত্বে থাকবেন।
‘গডজিলা মাইনাস ওয়ান’ ছিল গডজিলা সিরিজের ৩৩তম সিনেমা। ছবিতে দেখা গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের জাপানের গল্প। এতে কৌশি শিকিশিমা নামে এক সাবেক কামিকাজে পাইলটের চরিত্রে অভিনয় করেছেন রিউনোসুকে কামিকি। তিনি গডজিলার সঙ্গে মুখোমুখি হয়েও প্রথমে বেঁচে যান। পরে আবার গডজিলা ফিরে আসলে কিছু সৈন্য ও পুরনো যোদ্ধা মিলিত হয়ে তাকে পরাজিত করার চেষ্টা করেন।
নতুন সিনেমাটি ‘গডজিলা মাইনাস ওয়ান’-এর সরাসরি সিক্যুয়েল কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে আগের সিনেমাটি নতুন গল্পের আভাস দিয়ে শেষ হয়েছিল। গডজিলাকে পরাজিত করার পর দেখা যায় যে দানবটির একটি অংশ সমুদ্রে পুনর্জীবিত হচ্ছে। হয়তো সেই নতুন জীবন নিয়েই ফিরবে সে।
‘গডজিলা মাইনাস ওয়ান’ বিশেষ ভিজ্যুয়াল ইফেক্টসের জন্য প্রশংসিত হয়েছে দর্শকের কাছে। মাত্র ১৫ মিলিয়ন ডলার বাজেটে নির্মিত সিনেমাটি ১১৬ মিলিয়ন ডলার আয় করে সর্বকালের সর্বোচ্চ আয়কারী জাপানি গডজিলা সিনেমা হয়ে উঠেছে।
ধারণা করা হচ্ছে নতুন পর্বটি হবে আরও বেশি আকর্ষণীয় এবং সফল।
এলএ/এমএস