কুষ্টিয়ার খোকসায় হত্যা-ডাকাতিসহ ১৩ মামলার পলাতক আসামিসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ব্যাটারিচালিত পাখি ভ্যান চুরি করে পালানোর সময় গণপিটুনির দিয়ে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী।
গ্রেফতাররা হলেন, বাদশা প্রামাণিক (২৮) ও আনোয়ার (২)। বাদশা বিরুদ্ধে হত্যা-ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
শনিবার (২ নভেম্বর) বিকেলে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার বাদশার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি ও মাদকসহ ১৩টি মামলা রয়েছে। আনোয়ারের বিরুদ্ধে একই অপরাধে ৩টি মামলা রয়েছে।
জানিপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের মেম্বর গৌতম সরকার জানান, শুক্রবার বিকেলে গ্রেফতার দুইজন উপজেলার জানিপুর ইউনিয়নের ইচলাট এলাকা থেকে ব্যাটারিচালিত একটি পাখি ভ্যান চুরি করে। ভ্যানচালক রফিকের চিৎকার-চেঁচামেচিতে মালিগ্রামের অনলাইন মোড়ের লোকজন চোরদের চ্যালেঞ্জ করে। একপর্যায়ে তারা ভ্যানটি রেখে পালাতে চেষ্টা করে। এ সময় গ্রামবাসীরা দু’জনকে আটক করে গণপিটুনি দিয়ে সন্ধ্যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মঈনূল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাদশা ও আনোয়ার নিজেদের বিরুদ্ধে হত্যা ও ডাকাতির মামলার কথা স্বীকার করেছে। এ ছাড়া খোকসা কুমারখালীসহ আশপাশের থানায় খোঁজ নিয়ে জানা গেছে, বাদশার বিরুদ্ধে খুন ডাকাতি ও মাদকসহ ১৩টি মামলা রয়েছে। আটক দুজনকে নতুন মামলায় শনিবার আদালতে পাঠানো হয়েছে।
আল-মামুন সাগর/এমএএইচ/