প্যারিসের থিয়েটার দু সাতেলেতে যেকোনো একজনের স্বপ্ন পূরণ হবে, প্রতিক্ষিত অনেকের স্বপ্ন পূরণে বাড়বে অপেক্ষা। এসব মিষ্টি-তিক্ত মিশ্র স্বাদের বাস্তবতা মেনেই প্যারিস থিয়্টোরে এসেছিলেন সবাই। অবশেষে কাঙ্ক্ষিত স্বপ্ন এসে ধরা দিলো রদ্রির কাছে। ৬৪ বছর পর কোনো স্প্যানিশ তারকার হাতে উঠলো ব্যালন ডি’অর।
সোমবার রাতে প্যারিস থিয়েটারে ব্যালন ডি’অর জয়ী ঘোষণা করা হয় রদ্রিকে। তৃতীয় স্প্যানিশ ফুটবলার হিসেবে বছরের সেরা পারফরমারের পুরস্কারটি জেতেন তিনি। ম্যানচেস্টার সিটির প্রথম ফুটবলার হিসেবে ব্যালন ডি;অর জিতলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
রদ্রির আগে সর্বশেষ ১৯৬০ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন লুইস সুয়ারেজ। আর স্পেনের প্রথম ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতেছিলেন রিয়াল মাদ্রিদ কিংবদন্তি আলফ্রেদে ডি স্টেফানো।
এমএইচ/