ফিরছে ‘ইন্ডিয়ানা জোন্স’, প্রিমিয়ার হবে কানে

0
0


কানে প্রদর্শনী হবে ইন্ডিয়ানা জোনসের পঞ্চম কিস্তির।

কান চলচ্চিত্র উৎসবে ফিরছে বড়পর্দার কিংবদন্তি নায়ক ‘ইন্ডিয়ানা জোন্স’। চার দশক ধরে রুপালি পর্দায় ইন্ডিয়ানা জোন্সের দুঃসাহসিক কাজ মুগ্ধ করেছে দর্শকদের। এবার আসছে এ ফ্র্যাঞ্চাইজির শেষ চলচ্চিত্র ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’। যার উদ্বোধনী প্রদর্শনী হবে কান উৎসবে। মার্কিন অভিনেতা হ্যারিসন ফোর্ডের অন্যতম জনপ্রিয় চরিত্র এটি। আর এজন্যই ৮০ বছর বয়সী এই তারকার বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি বিশেষ সম্মান জানাবেন আয়োজকরা।

২০০৮ সালের কান উৎসবের অফিসিয়াল সিলেকশনে ছিল স্টিভেন স্পিলবার্গের ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য কিংডম অব দ্য ক্রিস্টাল স্কাল’। ১৫ বছর পর কানে দেখা যাবে বিখ্যাত অভিযাত্রী ইন্ডিয়ানা জোন্সের বহুল প্রত্যাশিত প্রত্যাবর্তন। আশা করা হচ্ছে, সিনেমাটির সুবাদে দুর্দান্ত এক সিনেম্যাটিক অ্যাডভেঞ্চার উপভোগ করবে দর্শকরা।

কানের আয়োজকরা জানিয়েছেন, জেমস ম্যানগোল্ড পরিচালিত ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’ আগামী ১৮ মে দেখানো হবে কান চলচ্চিত্র উৎসবে। এর আগে, লালগালিচায় হাঁটবেন স্বয়ং হ্যারিসন ফোর্ড, জেমস ম্যানগোল্ড, অভিনেত্রী ফিবি ওয়ালার-ব্রিজ, অভিনেতা অ্যান্টোনিও ব্যান্ডেরাস, জন রাইস-ডেভিস, টোবি জোন্স, বয়েড হলব্রুক, ইথান ইজিডোর, ম্যাডস মিকলসেন ও সংগীত পরিচালক জন উইলিয়ামস।

১৯৯৫ সালে কান উৎসবের সমান্তরাল বিভাগ ডিরেক্টরস ফোর্টনাইটে স্থান পায় জেমস ম্যানগোল্ডের প্রথম চলচ্চিত্র ‘হেভি’। ২৮ বছর পর আবারও কানসৈকতে ফেরার সুযোগ পেয়ে গর্বিত তিনি। সিনেমাটি দেখাতেও বেশ উচ্ছ্বসিত ৫৯ বছর বয়সী এ আমেরিকান নির্মাতা। এরইমধ্যে, তার ঝুঁলিতে আছে সংগীতশিল্পী জনি ক্যাশের বায়োপিক ‘ওয়াক দ্য লাইন’, ‘ফোর্ড ভার্সেস ফেরারি’র মতো সিনেমা।

১৯৮১ সালে মুক্তি পায় ‘ইন্ডিয়ানা জোনস: রেইডার্স অব দ্য লস্ট আর্ক’। সেই থেকে এ ফ্র্যাঞ্চাইজির প্রতিটি চলচ্চিত্রের আবহ সংগীত পরিচালনা করেছেন জন উইলিয়ামস। এবারও ব্যতিক্রম হয়নি। ওয়াল্ট ডিজনি ও লুকাসফিল্ম প্রযোজিত ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়াল অব ডেস্টিনি’ ফ্রান্সে আগামী ২৮ জুন ও যুক্তরাষ্ট্রে আগামী ৩০ জুন মুক্তি পাবে। নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করেছেন কিংবদন্তি দুই পরিচালক স্টিভেন স্পিলবার্গ ও জর্জ লুকাস।

এদিকে, চলতি এপ্রিলের মাঝামাঝি অফিসিয়াল সিলেকশনের পুরো তালিকা ঘোষণা করবেন কান উৎসবের পরিচালক থিয়েরি ফ্রেমো। আগামী ১৬ মে বৈশ্বিক এই আসরের পর্দা উঠবে। ২৭ মে পর্যন্ত চলবে উৎসব।

/এসএইচ