নোয়াখালীর ঘটনায় এবার গ্রেফতার ইউনিয়ন পরিষদ সদস্য

0
7

নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে বর্বর নির্যাতনের অভিযুক্তদের ধরতে মাঠে তৎপর আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। সোমবার রাত ২ টার দিকে রাজধানীর শাহবাগ থেকে গ্রেফতার করা হয় রাজুকে।

একই সময় নোয়াখালীর কৃষ্ণপুর এলাকায়ও অভিযান চালানো হয়। এ সময় নির্যাতিতার জবানবন্দীতে অভিযুক্ত এক্লাশপুর ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য মোয়াজ্জেম হোসেনকে আটক করা হয়।

মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে নির্যাতিতার সাথে কথা বলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন। তদন্তে যার নামই আসবে তাকেই আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

এছাড়া ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলেছে মানবাধিকার কমিশনের তদন্ত কমিটি।

অনোইতিক প্রস্তাবে রাজি না হওয়ায় নোয়াখালীর ওই গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে ধারন করা ভিডিও। টাকা না দেয়ায় সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে আসামীদের গ্রেফতারে নামে পুলিশ।