ঢাকায় সাইম আইয়ুব, বরিশালে ফুলার-নিশাঙ্কা

0
1


শুরু হয়ে গেছে একাদশতম বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ডামাডোল। সোমবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে শুরু হয় প্লেয়ার ড্রাফটের কার্যক্রম। ড্রাফটে দল পেয়েছেন ড্রাফটে নাম থাকা বিদেশি খেলোয়াড়দের ভেতর আলোচিত পাকিস্তানি তারকা সাইম আইয়ুব। এছাড়া জেমস ফুলার, পাথুম নিশাঙ্কাকে ভিড়িয়েছে তামিম ইকবালের দল ফরচুন বরিশাল।

প্রথম রাউন্ডের ড্রাফটে প্রতিটি দল দুজন করে বিদেশি ক্রিকেটার নিতে পেরেছে। এ দফায় যারা দল পেয়েছেন:

ঢাকা ক্যাপিটালস: সাইম আইয়ুব, আমির হামজা
রংপুর রাইডার্স: কিফ জাভেদ, কার্টিস ক্যাম্ফার
খুলনা টাইগার্স: মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি
ফরচুন বরিশাল: জেমস ফুলার, পাথুম নিশাঙ্কা
চিটাগং কিংস: গ্রাহাম ক্লার্ক, থমাস ও’কনেল
দুর্বার রাজশাহী: সাদ নাসিম, লাহিরু সামারাকুন
সিলেট স্ট্রাইকার্স: রাহকিম কর্নওয়াল, সামিউল্লাহ শেনওয়ারি

এবারের আসরে অংশ নেবে সাতটি দল। নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী। এর মাঝে চিটাগাং কিংস এর আগেও বিপিএলে ছিল। আর পুরাতন চার ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স।

উল্লেখ্য, আগামী ২৭ ডিসেম্বর মাঠে গড়াবে এবারের বিপিএল। ১৮৮ জন স্থানীয় ক্রিকেটার এবং ৪৩৪ বিদেশি ক্রিকেটার থেকে পছন্দের দল গড়বে দলগুলো।

/এমএইচআর