আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বলেই করোনা দুর্যোগে মানুষ সহায়তা পেয়েছে

0
6

করোনা দুর্যোগে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় ছিল বলেই দল ও সরকারের যৌথ প্রচেষ্ঠায় মানুষের প্রাণহানি কম হয়েছে। সকালে গণভবনে আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে এই কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মহামারি ও দুর্যোগোকাবেলা নিয়ে সমালোচনাকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, করোনা মহামারিতে একমাত্র আওয়ামী লীগই মানুষের পাশে ছিল।

নিয়মিত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে ৯ মার্চের পর সাত মাসের মাথায় বসলো আওয়ামীলীগে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠক।

শনিবার সকাল ১০টায় গণভবনে স্বাস্থ্যবিধি মেনে এতে সীমিত সংখ্যক সদস্যের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।

সভার শুরুতেই সূচনা বক্তব্য রাখেন আওয়ামীলীগ প্রধান। তিনি বলেন করোনার মধ্যেও মানুষের জীবন বাঁচাতে দল ও সরকারের ঐক্যবদ্ধ প্রয়াসে পরিস্থিতি এখনো অতোটা খারাপ হয় নি।

তিনি বলেন আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই মহামারি দুর্যোগের মধ্যে মানুষ সাহায্য-সহযোগিতা পেয়েছে। জানন, মানুষের পাশে না দাড়িয়ে সমালোচনা করেছে একটি গোষ্ঠী।

মহামারিতে মানুষের সেবা করতে গিয়ে প্রাণ হারানো দলের নেতাকর্মীদের জন্য শোক সমবেদনা জানিয়ে শেখ হাসিনা বলেন সংগঠনের আটকে থাকা কমিটির কার্যক্রম শেষ করতে হবে।

এক সময় প্রযুক্তির ব্যবহার নিয়ে বিরোধী দল হাসি-তামাশা করলেও ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে বলেই দেশ মহামারিতেও সচল বলে মন্তব্য করেন সরকার প্রধান।