ইউএনও ওয়াহিদা খানমের শারিরীক অবস্থার উন্নতি; হাসপাতাল থেকে ছাড়া পেলেন

0
11

দীর্ঘ একমাস পর হাসপাতাল ছাড়লেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম।

রাজধানীর নিউরো সাইন্স হাসপাতাল থেকে তাকে পাঠানো হয়েছে সিআরপিতে। দুপুর সাড়ে ১২টার দিকে ওয়াহিদা খানমকে হাসপাতালের মূল ফটক পর্যন্ত আনা হলেও এরপর পায়ে হেঁটেই সিআরপির উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে উঠেন তিনি।

চিকিৎসকরা জানান, এখন তার শারীরিক অবস্থা বেশ ভালো। কাজে ফিরতে মাসখানেক।

গত ২ সেপ্টেম্বর সরকারি বাসায় ঢুকে ওয়াহিদা খানমকে হাতুরি দিয়ে আঘাত করে ঘাতকরা। হাতুরির আঘাতে গুরুতর জখম হন তিনি। পরে রংপুর থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার নিউরো সাইন্স হাসপাতালে স্থানান্তর করা হয়।

এই ঘটনায় ঘাতক রবিউলকে গ্রেফতার করেছে পুলিশ।