ভারতের পূর্ব বিহারে গরুর মাংস বহনের সন্দেহে নাসিম কোরায়শি (৫৬) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় হওয়া মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- সুশীল সিং, রবি সাহা ও উজ্জ্বল শর্মা। শনিবার (১১ মার্চ) বিহারের রসুলপুর থানার ওসি রামচন্দ্র তিওয়ারি এ তথ্য জানান। খবর আলজাজিরার।
তিনি জানান, এ ঘটনায় পুলিশ মামলা করেছিল। তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। এর আগে মঙ্গলবার (৭ মার্চ) বিহারের চাপরা জেলায় নাসিম কোরায়শিকে হত্যা করা হয়।
আদালতে দেয়া বিবৃতিতে পুলিশ জানায়, ওইদিন নাসিম কোরায়শির ওপর অন্তত ২০ জন হামলা চালায়। পরে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে। তবে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
নিহতের সাথে থাকা তার ভাতিজা ফিরোজ কোরায়শি বলেন, হামলাকারীরা আমাদের ঘিরে ধরে বলতে থাকে, এরা গরু নিয়ে কাজ করে। এ কথা বলেই আমাদের ওপর হামলা চালায়। একপর্যায়ে আমি পালিয়ে আসতে পারলেও চাচা পারেননি। গণপিটুনিতে তার নির্মম মৃত্যু হয়। আমি স্থানীয় থানায় গিয়ে সাহায্য চাইলেও পুলিশ তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নেয়নি। উল্টো আমাকে বাড়ি চলে যেতে বলা হয়।
এএআর/