ক্ষমতা ও টাকার প্রভাবে ধর্ষণে অভিযুক্তরা পার পেয়ে যাচ্ছে , বিচারহীনতার ফল বলছে বিশেষজ্ঞরা

0
5

ক্ষমতা ও টাকার প্রভাবে ধর্ষণে অভিযুক্তরা বেশিরভাগই পার পেয়ে যাচ্ছে । বিচারের আওতায় আনা যাচ্ছে না অনেককেই । আবার বিচারের আওতায় এলেও শাস্তি নিশ্চিত হচ্ছে না । ফলে সমাজে এক ধরণের বিচারহীনতার সংস্কৃতি তৈরি হয়েছে । এতে ধর্ষণ , গণধর্ষণসহ নারীর প্রতি সহিংসতার ঘটনাগুলােও বেড়েই চলেছে । এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা ।

এছাড়াও নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গিকেও ধর্ষনের কারণ হিসেবে চিহ্নিত করছেন তারা । ধর্ষণ রােধে পারিবার , সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে ব্যবস্থা গ্রহণের আহ্বান তাদের । অন্তরা বিশ্বাসের প্রতিবেদন । শিক্ষিত অশিক্ষিত , ধনী কিংবা গরীব । ধর্ষণের ক্ষেত্রে বিভিন্ন সময়ে উঠে এসেছে । বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নাম ।

কখনও নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী কখনও শিক্ষকের নাম পাওয়া গেছে ধর্ষকের তালিকায় । নারী নিরাপদ নয় শিক্ষাক্ষেত্রে , হাসপাতালে , পথে , কর্মস্থলে , এমনকি ঘরেও । এক সপ্তাহের মধ্যেই ঘটে গেছে কয়েকটি চাঞ্চল্যকর ঘটনা । শুক্রবার রাতে সিলেটের এমসি কলেজে স্বামীর সাথে ঘুরতে গিয়ে ধর্ষনের শিকার হন এক নারী ।

কলেজের শিক্ষার্থীরা স্বামীকে গাড়িতে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণ করেন । খাগড়াছড়িতে ধর্ষনের শিকার হয় প্রতিবন্ধী মেয়ে । গাইবান্ধায় গণধর্ষণের শিকার হন আরেক নারী । নারায়ণগঞ্জ , কিশােরগঞ্জ এবং টাঙ্গাইলে কয়েক সপ্তাহের মধ্যে ঘটেছে বেশ কয়েকটি শিশু ধর্ষনের ঘটনা । পারিবারিক ও সামাজিক শিক্ষার অভাবেও দেশে ধর্ষনের হার বাড়ছে বলে মত তাদের ।

কেবলমাত্র জৈবিক চাহিদার জন্যই নয় অনেকে নারীর প্রতি ক্ষোভ ও দুষ্টিভঙ্গি থেকেও ধর্ষণ করেন বলে মত মনােরােগ বিশেষজ্ঞদের । বিচারহীনতার সংস্কৃতি ধর্ষনের সংখ্যা দিন দিন বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা । তাই তারা মনে করেন , প্রতিটি ধর্ষণের ঘটনার বিচার ও শাস্তিই হবে প্রতিরােধক ।