আগামী বছরই ব্যাপক হারে টিকা সরবরাহ করা হবে বলে দাবী সিনােভ্যাক এর । একইসঙ্গে সেপ্টেম্বরের শুরুতে রাশিয়ায় চালানাে ভ্যাকসিনের ট্রায়ালের ভালাে ফল এসেছে বলে দাবী করেছে চীনের আরেক কোম্পানি ক্যানসিনাে বায়ােলজিকস । এদিকে যুক্তরাষ্ট্রে করােনা ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল চালাতে এখনাে এফডিএ এর অনুমতির অপেক্ষায় রয়েছে অ্যাস্ট্রাজেনেকা ।
চূড়ান্ত ধাপের পরীক্ষায় থাকা কোভিড ১৯ – এর একটি টিকা আগামী বছরের শুরুর দিকে ব্যাপক হারে সরবরাহ করা হবে । চীনা ফার্মাসিউটিক্যাল ফার্ম সিনােভ্যাক বায়ােটেকের প্রেসিডেন্ট ইয়িন ওয়েডং বৃহস্পতিবার একথা জানান ।করােনাভ্যাক নামের টকাটি বছরে ৩০ কোটি ডােজ তৈরির সক্ষমতা সিনােভ্যাকের রয়েছে বলে জানিয়েছেন তিনি ।
এদিকে রাশিয়ায় মস্কোয় চীনা করােনা টিকার বড় আকারে চালানাে ক্লিনিক্যাল ট্রায়ালে স্বেচ্ছাসেবীদের মাঝে কোন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি । চলতি মাসের শুরুতে চালানাে পরীক্ষার ফল ভালাে আসায় রুশ সরকার তৃতীয় ধাপের পরীক্ষার অনুমতি দিয়েছে বলে জানিয়েছে চীনা টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যানসিনাে বায়ােলজিকস । চলতি মাসের শুরুতে অক্সফোর্ড ও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ট্রায়ালের তৃতীয় ধাপে এক স্বেচ্ছাসেবী অসুস্থ্য হয়ে পড়ায় সাময়িকভাবে টিকার পরীক্ষা স্থগিত হয় ।
কিন্তু পুনরায় আবার বিশ্বের বিভিন্ন প্রান্তে ট্রায়াল শুরুহলেও এখনও অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র । নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান এফডিএ এর অনুমতির অপেক্ষায় রয়েছে অ্যাস্ট্রাজেনেকা । এ অবস্থায় ফেডারেল সরকার কোন ধরনের করােন ভ্যাকসিনের অনুমােদন না দিলেও , নিউইয়র্কে সম্পূর্ণ আলাদাভাবে তা পুনর্বিচার করা হবে বলে জানিয়েছেন অঙ্গরাজ্যটির গভর্নর এন্ড্রু কুমাে ।