রাজধানীর কারওয়ান বাজারে সৌদি এয়ারলাইন্সের সামনে সড়ক অবরােধ করে বিক্ষোভ করছেন টিকিট প্রত্যাশীরা । পরে , অতিরিক্তপুলিশ মােতায়েন করে যানচলাচল স্বাভাবিক করা হয় । শনিবার ৫৫০ টি টিকিট বিতরন করে সৌদি এয়ারলাইনস কর্তৃপক্ষ ।তবে ভিসার মেয়াদ আগামী ৩০ সেপ্টেম্বর শেষ হয়ে যাওয়ায় অনিশ্চিয়তায় বিক্ষোভরত প্রবাসীরা ।
তারা টিকিটের জন্য ভিড় করছেন মতিঝিলের বিমান কার্যালয়ে । ৮৫১–১৪০০ টোকেনধারীদের টিকিট দেয়া হচ্ছে আজ । এরই মধ্যে ঢাকাস্থ সৌদি দুতাবাস জানিয়েছে , যেসব সৌদি প্রবাসীর ভিসার মেয়াদ ইতােমধ্যে শেষ হয়েছে , কাল থেকে তার নবায়নের কার্যক্রম শুরু করবে তারা ।