নাটোরে বেপরোয়া ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

0
2


সিনিয়র করেসপনডেন্ট, নাটোর:

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের ধাক্কায় হাসু খামারু (৫০) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কে গড়মাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাসু একই উপজেলার কৃষ্ণপুর গ্রামের প্রয়াত দবির খামারুর ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, প্রতিদিনের মতো হাসু খামারু তার ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। ভ্যানটি গড়মাটি এলাকায় পৌঁছলে পাবনাগামী একটি ট্রাক পেছন থেকে ভ্যানটিকে ধাক্কায় দেয়। এতে ভ্যানটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই হাসুর মৃত্যু হয়। এসময় ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সেই সাথে ঘাতক ট্রাকটিকে মুলাডুলি রেল ক্রসিং এলাকা থেকে আটক করা হয়। তবে এর চালক ও সহকারী পালিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে হাসুর মরদেহটি ময়নাতদন্ত ছাড়াই দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এসজেড/