১০ বছরের শিশুকে ১৯ বছর দেখিয়ে মামলা; বিজিবির সুবেদারকে তলব হাইকোর্টের

0
6

হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন নিলেন চতুর্থ শ্রেনীর এক ছাত্র। বয়স মাত্র ১০ বছর হলেও মামলার এঝারে দেখানো হয়েছে ১৯ বছর। শিশুটি ছাড়াও এই মামলায় আগাম জামিন নিয়েছেন ওই পরিবারের আরো নয় সদস্য। এ ঘটনায় বিজিবির এক সুবেদারকে তলব করেছেন উচ্চ আদালত।

২০ টি মহিষ পাচারের অভিযোগে গত ১৩ই সেপ্টেম্বর মামলা হয় সিলেটের জৈন্তাপুরের একই পরিবারের ১০ জনের বিরুদ্ধে। মামলায় আসামী করা হয় চতুর্থ শ্রেণীর এক ছাত্রকেও।

শিশুটি জানায়, কোচিং থেকে ফিরে জানতে পারে আসামী সে। এরপর থেকে বাবা-মা, ভাই-বোন সহ ঘরছাড়া সবাই। ৮ দিন লুকিয়ে থাকার পর পরিবারের সাথে আগাম জামিন নিতে হাইকোর্টে আসে শিশুটি। শুনানি শেষে শিশুসহ দশ জনের জামিন মঞ্জুর হয়।

১০ বছরের শিশুর বয়স ১৯ দেখিয়ে মামলায় এজহারভুক্ত করায় জৈন্তাপুর বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার সাহাবুদ্দিনকে তলব করেছেন উচ্চ আদালত। আগামী ৮ অক্টোবর এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওই দিন হাজির হতে হবে সুবেদার সাহাবুদ্দিনকে।