আফগানিস্তানের নারীদের নাম প্রকাশ নিয়ে দীর্ঘদিনের সংস্কার ভেঙে অবশেষে সন্তানের জাতীয় পরিচয় পত্রে থাকছে মায়ের নাম । এখন থেকে বাবার পাশাপাশি মা হিসেবে প্রথমবারের মতাে যুক্ত হতে যাচ্ছে আফগান নারীদের নাম ।বৃহস্পতিবার এ সংক্রান্ত আইনের সংশােধনীতে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি ।
এ বিষয়ে শুক্রবার আনুষ্ঠানিকভাবে মায়েদের নাম সংযােজনের ঘােষণা আসে । নারীদের পরিচয়ের স্বীকৃতির দাবিতে দীর্ঘ দিন থেকে চলা আন্দোলনের জেরে ওই সংশােধনী আনা হয় ।আফগানিস্তানের আইন অনুযায়ী দেশটির পরিচয়পত্রে কেবলমাত্র বাবার নাম লেখা থাকতাে ।
দেশটিতে প্রকাশ্যে নারীদের নাম উচ্চারণ প্রথাগভাবে অবমাননাকর বলে বিবেচনা করা হয় । ডাক্তারের চিকিৎসাপত্রে কয়েকজন নারী নিজেদের নাম ব্যবহার করায় দেশটির কয়েকজন নারীকে মারধরের ঘটনাও ঘটেছে ।
এসব ঘটনার জেরে বেশ কয়েক বছর ধরে ‘ হােয়ার ইজ মাই নেম ‘ হ্যাশট্যাগের অধীনে একটি প্রচারণা শুরু হয় । এই আন্দোলনে বিশ্বজুড়ে সেলিব্রেটিসহ প্রচুর মানুষ সাড়া ফেলে দেয়ায় প্রেসিডেন্ট ঘানি এ সংক্রান্ত আইনের সংশােধনীতের স্বাক্ষর করেন ।