জার্মান কাপ থেকে বায়ার্নের বিদায়

0
1


আলিয়াঞ্জ অ্যারেনায় কোয়ার্টার ফাইনালে ফ্রেইবুর্গের কাছে ২-১ গোলে হেরে ছিটকে গেল বায়ার্ন। এই হারে জার্মান কাপের শিরোপা পুনরুদ্ধারের আশা শেষ হয়ে গেল রেকর্ড চ্যাম্পিয়নদের।

ম্যাচের ১৯ মিনিটে ফরাসি ডিফেন্ডার দায়দ উপেমেকানোর হেডে এগিয়ে যায় বায়ার্ন। তবে পাল্টা জবাব দিতে দেরি করেনি ফ্রেইবুর্ক। আট মিনিট পর সমতায় ফেরে ফ্রেইবুর্গ। বুলেট গতির শটে বায়ার্নের জালে বল জড়ান জার্মান মিডফিল্ডার নিকোলাস হেফলার।

বিরতির পরও আক্রমণে এগিয়ে ছিল বায়ার্ন। তুলনামূলক পিছিয়ে থাকলেও ফ্রেইবুর্গ কিন্তু সুযোগ পেলেই চেষ্টা করছিল বায়ার্নকে চাপে ফেলার। যদিও দুই দলের প্রচেষ্টা ৯০ মিনিট পর্যন্ত কোনো গোল এনে দিতে পারেনি। কিন্তু যোগ করা সময়ে হৃদয় ভাঙে জার্মান ক্লাবটির।

যোগ করা সময়ের তৃতীয় মিনিটে বায়ার্নের ডি-বক্সে জামাল মুসিয়ালার হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফল স্পট কিকে ফেভারিটদের বিদায় করে দেন জার্মান ফরোয়ার্ড লুকাস হুলা।

আগামী শনিবার লিগে আবার ফ্রেইবুর্কের মুখোমুখি হতে যাচ্ছে বায়ার্ন। আর তার তিনদিন পর চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে তারা খেলবে ম্যানচেস্টার সিটির বিপক্ষে।

ইউএইচ/