বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করলো ভারত

0
8
হিলি বন্দর

কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই বাংলাদেশে অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে ভারত। আজ দুপুরের পর ভারত থেকে বাংলাদেশে কোনো পেঁয়াজ আসেনি।

সম্প্রতি ভারতের বিভিন্ন প্রদেশে অতি বৃষ্টি ও বন্যা হওয়ায় ওই অঞ্চলগুলোতে পেঁয়াজের উৎপাদন ব্যহত হয়েছে। ফলে সেখানকার স্থানীয় বাজারগুলোতে পণ্যটির দাম বেড়ে গেছে।

এ অবস্থায় পেঁয়াজের মূল্যবৃদ্ধি ঠেকাতে সোমবার দুপুরে হিলি কাস্টমসে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারত সরকার। আমদানিকারকরা জানিয়েছেন, পেঁয়াজ আমদানির জন্য যেসব এলসি খুলা রয়েছে সেগুলোর বিপরীতেও পণ্য রপ্তানি করবে না দেশটি।

গত বছরেও বাংলাদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল ভারত। ফলে দেশের বাজারে পণ্যটির দাম হয়েছিল প্রায় ৩০০ টাকা প্রতি কেজি।

এদিকে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয়ায় এই বছরও দেশের বাজারে বেড়ে গেছে পেঁয়াজের দাম।