ভেনেজুয়েলার তেল পরিশোধনাগারের পাশে অস্ত্রসহ এক মার্কিন গুপ্তচর আটক !

0
6
Nicolas Maduro

ভেনেজুয়েলার তেল পরিশোধনাগারের পাশে অস্ত্রসহ এক মার্কিন গুপ্তচরকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। টেলিভিশন ভাষণে তিনি একথা জানান।

মাদুরো জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার ভেনেজুয়েলার উত্তর পশ্চিমাঞ্চলীয় এলাকার তেল পরিশোধনাগারের নজরদাড়ির সময় মার্কিন গুপ্তচরকে আটক করা হয়। তার কাছে অত্যাধুনিক অস্ত্র ও বিপুল পরিমাণ অর্থ পাওয়া গেছে।

মাদুরো দাবি করেন ওই ব্যক্তি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-র হয়ে কাজ করে। ইতোপূর্বে দেশের বাইরে তার কাজের ব্যপক অভিজ্ঞতা রয়েছে। তবে ওই আটক প্রসঙ্গে মার্কিন প্রশাসন এখনো কোনো মন্তব্য করেনি।

মার্কিন নিষেধাজ্ঞার মুখে চরম জ্বালানি সংকটে ভুগছে ভেনেজুয়েলা। এর আগে দেশটি জানায় তাদের বেশ কিছু স্থাপনা হামলার ঝুঁকিতে রয়েছে। এ ঝুঁকির সঙ্গে এই ঘটনার কোনো সম্পৃক্ততা আছে কি না তা জানা যায় নি।