২০২৬ পর্যন্ত লিভারপুলের ডাগআউটে ক্লপ

0
1


ছবি: সংগৃহীত

লিভারপুলের সাথে চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়েছেন কোচ ইয়ুর্গেন ক্লপ। নতুন চুক্তি অনুসারে ২০২৬ সাল পর্যন্ত ক্লাবটির ডাগআউট সামলাবেন ফ্যান ফেভারিট এই জার্মান কোচ।

আগের চুক্তি অনুসারে, ২০২৪ পর্যন্ত ছিল লিভারপুলের সাথে ক্লপের চুক্তির মেয়াদ। অ্যানফিল্ডের দায়িত্বে আরও দুই বছর ক্লপের থাকার খবরটি বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে ইংলিশ ক্লাবটি।

ছবি: সংগৃহীত

এর আগে, ২০১৫ সালে অলরেড শিবিরে যোগ দেন এই জার্মান কোচ। অল রেডদের আবারও ইউরোপ সেরা এবং প্রিমিয়ার লিগের অন্যতম শক্তিশালী ক্লাব হিসেবে গড়ে তোলেন ইয়ুর্গেন ক্লপ; দুর্দান্ত গেগেনপ্রেসিংয়ে ফিরিয়ে আনেন ক্লাবের গৌরব। ক্লপের অধীনে চ্যাম্পিয়ন্স লিগ ও প্রিমিয়ার লিগের শিরোপা জেতে লিভারপুল। চলতি আসরেও ক্লাবটি রয়েছে লিগ শিরোপা ঘরে তোলার দৌড়ে। সেই সাথে, সেমিফাইনালের প্রথম লেগ জিতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এক পা দিয়ে রেখেছে ক্লাবটি। এরই মধ্যে লিভারপুল জিতে নিয়েছে লিগ কাপ। আর সালাহ-মানেরা আগামী মাসে খেলবে এফএ কাপের ফাইনাল।

আরও পড়ুন: ম্যানইউয়ের সাথে চেলসির ড্র

/এম ই