উয়েফা চ্যাম্পিয়নস লিগে দ্বিতীয় লেগের খেলায় মুখোমুখি হবে ইন্টার মিলান ও বেনফিকা। প্রথম লেগে ২-০ গোলের জয় পাওয়ায় অনেকটা নির্ভার হয়ে ঘরের মাঠে খেলতে নামবে ইতালিয়ান ক্লাবটি।
নিজেদের ঘরের মাঠ স্টেডিও জিউসেপ মেজা স্টেডিয়ামে বেনফিকাকে আতিথ্য জানাবে ইন্টার মিলান। খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১টায়। শক্তি, সামর্থ্য, ঐতিহ্য সবকিছুর বিচারে পর্তুগিজ ক্লাব বেনফিকার চেয়ে এগিয়ে ইন্টার মিলান। মাঠের লড়াইয়েও যার প্রমাণ দিয়েছে ইতালির ক্লাবটি। প্রথম লেগে ২-০ গোলের জয়ে অনেকটা নির্ভার ইতালিয়ান জায়ান্টরা।
তবে ইনজুরি সমস্যা থাকায় দুই ডিফেন্ডার স্টেফান ডি ভ্রিজ ও মিলান স্ক্রিনিয়ারের সার্ভিস পাচ্ছে ইন্টার মিলান। এই ম্যাচে এক গোল করলে চ্যাম্পিয়নস লিগের এবারের আসরে নিজের দশম গোলের দেখা পাবেন লুকাকু। তবে একাদশে এই বেলজিয়ান স্ট্রাইকারের জায়গা নিশ্চিত নয়। আর্জেন্টাইন স্ট্রাইকার লাওতারো মার্টিনেজের সাথে একাদশে সুযোগ পেতে পারেন এডেন জেকো।
/আরআইএম