নিজেকে ইমাম মাহদী দাবি করা মোস্তাকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ

0
7

নিজেকে ইমাম মাহদী দাবীকারী সৌদী প্রবাসী মোস্তাক মোহাম্মদ আরমান খানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছে পুলিশ।

শনিবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগ রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করে।

মামলায় বলা হয় সৌদি প্রবাসী মোস্তাক মোহামম্দ আরমান খান দীর্ঘদিন ইউটিউব, ফেইসবুক সহ বিভিন্ন অনলাইন প্লাটফর্মে ইসলাম ধর্মের অপব্যাখ্যা দিয়ে নিজেকে মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর বংশধর এবং স্বপ্নযোগে ইমাম মাহদী হিসেবে ঘোষিত বলে দাবি করে।

ইমাম মাহদীর পরিচয় দিয়ে অসত্য বিভ্রান্তিকর বক্তব্য ছড়িয়ে দেশের ধর্মপ্রাণ মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অনুভুতিতে আঘাত ও বিভ্রান্তি সৃষ্ঠির অভিযোগ করা হয়েছে।

এরই সূত্র ধরে সম্প্রতি ইমাম মাহদীর সৈনিক হিসেবে কথিত জিহাদে অংশ নিতে সৌদি আরব যাওয়ার সময় ১৭ ডন এবং পরে আরো ২ জনকে আটক করেছে পুলিশ।