করোনার কারণে রাজধানীতে নিষিদ্ধ ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল

0
9
তাজিয়া মিছিল

মহামারি করোনা ভাইরাসের কারণে এবছর রাজধানীতে হচ্ছে না আশুরার ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল। তবে স্বাস্থ্যবিধি মেনে ইমামবাড়া সমূহের ভেতরেই শোক প্রকাশে সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছেন শিয়া মতাদর্শীরা। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি রুখতে থাকছে আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে প্রতি বছর মহররম মাসের শুরু থেকেই শোক পালন করে শিয়া মতাদর্শীরা। তবে এবারে প্রেক্ষাপট ভিন্ন। করোনা পরিস্থিতির কারণে ঢাকা মেট্রোপলিটন এলাকায় নিষিদ্ধ করা হয়েছে তাজিয়া মিছিল। তাই ১০ মহররমের আগে ধর্মীয় আচার-অনুষ্ঠানও চলছে রাজধানীর হোসেনী দালান ইমামবাড়ার ভিতরেই।

হিজ্রি ৬১ সনের ১০ মহররম কারবালার প্রান্তরে শেষ নবী হযরত মোহাম্মদ ( সঃ) এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন ( রাঃ আঃ) চক্রান্তকারী ইয়াজিদ বাহিনীর হাতে মর্মান্তিক ভাবে শহীদ হন। বিশ্ব মুসলিমের কাছে দিনটি একদিকে শোকের অন্যদিকে অন্যায়, হত্যা ও স্বড়যন্ত্র রুখে দেয়ার বিরুদ্ধে চেতনাও।

বিধি-নিষেধের বেড়া জালে এবার মূল আয়োজনে কিছুটা ভাটা পড়লেও সবার অংশগ্রহণে শান্তিপূর্ণ শোক পালনে আশাবাদী হোসেনি দালান ইমামবাড়া কর্তৃপক্ষ।

সার্বিক নিরাপত্তার কথা মাথায় রেখে এবারও ইমামবাড়া কেন্দ্রিক বজায় থাকছে আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্য বিধি মেনে চলার বিষয়টিও।

সৃষ্টির পর থেকে ইসলামের ইতিহাসে উল্লেখযোগ্য নানা ঘটনার কারণে ১০ মহররম আশুরার দিনটি অত্যন্ত বরকতময় ও তাৎপর্যপূর্ণ।


আরো পড়ুনঃ মুসলিমদের উপর মানবাধিকার লঙ্গনের অভিযোগ দিল্লি পুলিশের বিরুদ্ধে

Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari