দেশে ফিরছেন বিশ্বের অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান

0
5

করোনাকালে দীর্ঘ ছুটি কাটিয়ে দেশে ফিরছেন সাকিব। সবকিছু টিক থাকলে প্রায় ছয়মাস পর সোমবার রাতে দেশে ফিরছেন বিশ্বের সেরা অন্যতম এই অলরাউন্ডার । গেল মার্চে যুক্তরাজ্য থেকে সরাসরি যুক্তরাষ্ট্রে তার পরিবারের কাছে গেলে করোনা ভাইরাসের জন্য লকডাউনের কবোলে পরেন সাকিব ।

সাকিবের ফেরা নিয়ে কিছুটা ধোয়াশা তৈরী হয়েছে শুক্রবার সকাল থেকে । বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জানা গেছে সোমবার রাতে ঢাকায় ফেরার প্রবল সম্ভাবনা রয়েছে সাকিবের। কিছুদিন আগেই দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন সাকিব।২৯ অক্টোবর থেকে নিষেধাজ্ঞার শৃঙ্খল উঠে যাচ্ছে ।

 

শ্রীলঙ্কার বিপক্ষে টেষ্ট সিরিজের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় আছেন নাম্বার সেভেনটি ফাইভ।নিষেধাজ্ঞার কারণে ১ বছর ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। তাই লঙ্কানদের বিপক্ষে ম্যাচ ফিট ক্রমানয়ে বিকেএসপিতে কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে ৩ সপ্তাহ অনুশীলন করবেন সাকিব আল হাসান। ফিক্সিংযের তথ্য গোপনে ১ বছরের নিষেধাজ্ঞায় আছেন তিনি ।