ফেসবুকের মাধ্যমে প্রতারক চক্রের ১৫ নাইজেরিয়ানকে আটক করেছে সিআইডি

0
7

ফেইক ফেসবুক আইডির মাধ্যমে বন্ধুত্ব করে মিলিয়ন ডলারের গিফট দেয়ার নামে আত্মসাতকারী চক্রের ১৫ জন নাইজেরিয়ানকে গ্রেফতার করেছে সিআইডি।

আসামীরা বাংলাদেশসহ বিভিন্ন দেশের মানুষের সাথে তাদের ব্যবহৃত ল্যাপটপ ও মোবাইলে এসএমএস-এর মাধ্যমে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করে। এরপর গিফট দেয়ার নাম করে বিভিন্ন ধাপে টাকা নেয়।

সিআইডির নির্দেশনায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় ৯ টি ল্যাপটপ, ২২টি মোবাইল। বাংলাদেশসহ বিভিন্ন স্থানে থাকলেও মূলত এরা একই সংঘবদ্ধ চক্র।