রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

0
0


রূপগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী গার্মেন্টসকর্মী আলামীন মিয়া (৩২) নিহত হয়েছেন। শুক্রবার (৫ মে) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিন আড়াইহাজার উপজেলার উৎরাপুর এলাকার আবু সাঈদের ছেলে। তিনি রূপগঞ্জের আধুরিয়া এলাকার সানজানা টেক্সটাইল নামক পোশাক কারখানার চাকরি করতেন।

ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জুবায়ের আহমেদ জানান, সকালে কাজ শেষে আলামিন মোটরসাইকেলযোগে নিজ বাড়ি ফেরার পথে পিছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দিলে সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় আলামিন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

ইউএইচ/