নরসিংদীতে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ইজিবাইক, ব্যাটারিচালিত রিকশা, সিএনজিসহ নিষিদ্ধ যানবাহন। ঈদ ঘিরে বেড়েছে এই দৌরাত্ম্য। এতে ব্যাহত হচ্ছে দূরপাল্লার যানবাহন চলাচল, ঘটছে দুর্ঘটনাও। পুলিশ বলছে, অনুমোদনহীন গাড়ি চলাচল বন্ধে অভিযান চলছে।
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী অংশ ৫২ কিলোমিটার। এর বেলাবো থেকে মরজাল হয়ে পুরিন্দা বাজার পর্যন্ত ৩৪ কিলোমিটার দাপিয়ে বেড়াচ্ছে এসব গাড়ি। মহাসড়কে নামতে অজুহাতের যেন শেষ নেই অবৈধ যানবাহন চালকদের। বেশি ভাড়া পাওয়ার আশায় মহাসড়কে উঠছেন তারা।
পুলিশের দাবি-নিষিদ্ধ যানবাহন চলাচল বন্ধে অভিযান অব্যাহত আছে। তবুও চোক ফাঁকি দিয়ে মাঝেমধ্যে চালকরা উঠছে মহাসড়কে। এ নিয়ে নরসিংদী ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) সাখাওয়াত হোসেন বলেন, সাধ্যের সর্বোচ্চ চেষ্টা করছি আমরা, অতিরিক্ত ট্রাফিক পুলিশও মোতায়েন করা হয়েছে। তবু চোখ ফাঁকি দিয়ে যারা মহাসড়কে উঠছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, কোনো দুর্ঘটনা হলে খুব দ্রুত সাড়া দিচ্ছি আমরা।
জেলা হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, গত দেড় বছর নরসিংদীতে মহাসড়কে অন্তত ৬৬ টি দুর্ঘটনা ঘটেছে। যাতে প্রাণ হারিয়েছে কমপক্ষে ৬৪ জন।
এসজেড/